কে এই দেওয়ানবাগী
কে এই দেওয়ানবাগী
আমরা সকলেই দেওয়ানবাগীর নাম শুনিছি কিন্তু কয় জন জানি তার আসল পরিচয় আমরা বেশির ভাগ মানুষই জানিনা তার আসল পরিচয়
চলুন আজ জেনে নেই সমালোচিত পির দেওয়ানবাগীর পরিচয় জিনি ভিবিন্ন ভুল মাসলা ইসলামকে ভিবিন্ন ভাবে মানুষকে ভুল বুঝিয়ে সমালোচিত হয়েছেন। এই দেওয়ানবাগীর আসল নাম হলো সৈয়দ মাহবুব-এ- খোদা ওরফে দেওয়ানবাগী।
দেওয়ানবাগী ১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। দেওয়ানবাগী ২৮ ডেসেম্বর সোমবার ভোর ৬টা ৪৮ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যায়।
সৈয়দ মাহবুব-এ-খোদা ওরফে দেওয়ানবাগী তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপর দেওয়ানবাগী ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতানা আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন।
এর কিছুদিন পরে দেওয়ানবাগী নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামের একটি স্থানে আস্তানা তৈরি করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসাবে পরিচয় দিতে শুরু করেন। সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয়। পরবর্তীতে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন। আর সেখান থেকেই তার সমোচনার শুরু
দেওয়ানবাগীর অনেক ভক্ত আছে বাংলাদেশে দেওয়ানবাগী একজন সমালোচিত পীর হিসাবে চিহৃত সে ভিবিন্ন সময় ভিবিন্ন রকম সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং অনেক মানুষকে তার ফাদে ফেলে কটি কটি টাকার মালিক হয়েছে দেওয়ানবাগী।
২৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর ছরিয়ে পরার পর সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তাকে নিয়ে অনেক আলোচনা হতে দেখা যাচ্ছে । তার মৃত্যুর খবর নিশ্চত করেন তার ভক্তদের কিছু ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেইজ সে খানের দেওয়া কিছু শোক বার্তা নিচে দেওয়া হলো
এম.এ মাসুদ রানা নামক এক আইডি থেকে তার গ্রুপে পোষ্ট করা হয়েছে একটি ব্যানার যে ব্যানারটিতে লেখা ছিলঃ
সম্মানিত আশেকে রাসুল ভায়েরা, আপনারা ইতি মধ্যে অবগত হয়েছেন যে, আমাদের প্রানপ্রিয় মোর্শেদ মহান সংস্কারক, মোহাম্মাদী ইসলামের পূণজীবনদানকারী সুফী সম্রাট হয়রত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা.আ.) হুজুর কেবলাজান গতকাল ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৬ট ৪৮ মিনিটে ওফাত লাভ করেন এবং আমাদেরকে শোকাহত করেন। আজ মঙ্গলবার, বাদ জোহর রাজদানী ঢাকার আরামবাগস্থ বাবে রহমত, দেওয়ানবাগ শরীফে মহান মোর্শেদ সুফী সম্রাট হুজুর কেবলাজানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদের মাস্ক পরিধান করে জানাজার নামাজে অংশগ্রহন করার আহবান জানাচ্ছি।
তার মৃত্যুর পর তার গ্রুপে তার ভক্তরা কিছু তার বানী পোষ্ট করছিলেন সে গুলোতে অনেক লাইক এবং কমেন্ট ও দেখা যায়। চলুন এবার আপনাদের তার কিচু বানী শুনাই
AR Mim Islam নামক আইডি থেকে পোষ্ট করা হয়েছেঃ
বেয়াদব আল্লাহ'র রহমত হতে বঞ্চিত।
--সূফী সম্রাট হযরত শাহ্ দেওয়ানবাগী (মাঃ আঃ)
সিজুকার নবিতা আইডি থেকে পোষ্ট করা হয়ঃ
আপনাকে এমন হঠাৎ করেই হারিয়ে ফেলবো কখনো কপ্লোনা করিনি...!
-আপনি এখনো বেচেআছেন আমাদের মাঝে
-আর বেচে থাকবেন সবসময়
-আপনার মোহাম্মদী ইসলামের পতাকা উরবেই ইনশাআল্লাহ
-আপনার মোহাম্মদী ইসলামের দাওয়াত প্রতিটি ঘড়ে ঘড়ে পৌছে দিবোই ইনশাআল্লাহ
-হে আল্লাহ আপনি সকল আশেকে রাসূল ভাই-বোনদেরকে ধৌর্য ধরার তৌফিক দান করুক
-হে আল্লাহ আপনি আমার (বাবা সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাঃআঃ হুজুর) কেবলাজানকে বেহেস্ত নাসিফ করুন
-আমিন
Ahmed Mahfuj Ayan নামক আইডি থেকে পোষ্ট করা হয়ঃ
আমার প্রানের মোর্শিদ
কে বলে আজ তুমি নাই
তুমি আছো মন বলে তাই।
হৃদয়ে আছো সদা
হৃদয়ের চোখে দেখি তাই!!
AR Jariful Islam Bhuiyan নামক আইডি থেকে পোষ্ট করা হয়েছেঃ
আমরা যদি মনে প্রাণে ভালোবাসি আল্লাহর অলী-বন্ধুদেরকে বিশ্বাস করেন সে ভালোবাসার মধ্যে অবশ্যই ফল আসবে কারণ অলীবন্ধুর মাধ্যমেই হযরত রাসূল পাক--(সা:)--আপনার কাছে আসবে ও মহান রাব্বুল আল্লাহ তা'য়ালা ও আপনার কাছে আসবে'''পরিষ্কার''
--সূফী সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী (মাঃ আঃ)
AR Jariful Islam Bhuiyan নামক আইডি থেকে পোষ্ট করা হয়েছেঃ
"মহামানবগনের জন্মদিন, ওফাতের দিন ও পুনরুত্থানের দিন- এই তিনটা দিনে আল্লাহ মানুষের মুক্তির ব্যবস্হা করে থাকেন"
-- সূফী সম্রাট হযরত শাহ্ দেওয়ানবাগী (মাঃ আঃ)
আপনাদের মাঝে দেওয়ানবাগীর কিছু ভক্ত মুরীদানের শোকবার্তা তুলে দরা হলো । আশা করি আপনারা দেওয়ানবাগী সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়েছেন। এবং তার ভক্ত কেমন আছে বাংলাদেশে সে সম্পর্কেও আপনাদের দারোনা হয়েছে।
আরো পরুনঃ
আহমদ শফীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম আদালতে ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অরজিনাল আই ফোন i phone চেনার উপায়
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন