যিনার ভয়াবহতা-বাংলা ডি অনলাইন।। bangla D online
যিনার ভয়াবহতা;
লেখক: মোঃ রাহাত মিয়া
সহকারী পরিচালক- বাংলা অনলাইন।
আমাদের দেশে আজ যেনা। ধর্ষণের হার গণনা হীন, যার ভয়াবহতা কত যে কঠিন। তা এই মানব জাতি জানে না, আজ এই সমাজে অলিতে গলিতে পাড়া-মহল্লায়, মা বোনেরা আমাদের মা-বোনেরা ধর্ষকদের কবলে পড়ে ধর্ষিত হচ্ছে, যেনাই লিপ্ত হচ্ছে,প্রতিবাদের কেউ নেই, জাতি আজ লজ্জিত, এই সমাজ আজ নিস্তব্ধ। এই সমাজে যদি ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে দেওয়া হতো।তাহলে জাতি আর এই খারাপ কাজে কেউ পা বাড়াতো না।
আরও পরুনঃ-
মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সর্ম্পকে কিছু প্রশ্ন উত্তর ।। বাংলা অনলাইন
যেনার পরিনামঃ-
আল্লাহ তাআলা বলেছেনঃ- (হে মুমিনগণ) তোমরা যেনার নিকটে ও যাইও না, নিশ্চয়ই উহা লজ্জাহীনতার কাজ এবং গর্হিত পথ ( সূরা বনী ইসরাঈল) বুখারী ও মুসলিম শরীফে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, জেনাকারী ব্যাভিচার কারী যখন যেনা করে, সে তখন মুসলমান থাকে না, অর্থাৎ ; জেনার সময় ঈমান থাকে না, তিবরানী ও বাজ্জার বর্ননা করিয়াছেন। রাসূলে করীম (স.) মিরাজের রাত্রে এইরুপ কতক লোক দেখতে পাইলেন। যাদের সম্মুখে এক পত্রে পরিষ্কার-পরিচ্ছন্ন নরম ও উন্নত পরিপক্ক গোস্ত রাখিয়াছে এবং অপর একটি পাত্রে কুলুষিত ও কাঁচা গোস্ত আছে, তাহারা অপবিত্র ও কাঁচা গোশত ভক্ষণ করিতেছে, তাহারা পরিষ্কার-পরিচ্ছন্ন গোশত তারা পরিহার করিতেছে। হযরত জিবরাঈল আলাইহিস সালাম ফরমাইলেন ইহারা ঐ সকল পুরুষ যাহাদের নিজেদের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও দুষ্টা রমনীর নিকট রাত্রি যাপন করিত।এবং ঐ সকল স্ত্রীলোক যাদের নিজেদের হালাল স্বামী থাকা সত্বেও দুষ্ট পুরুষের নিকট রাত্রি যাপন করিত। ইমাম মালিক রহমতুলা আলাহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যাহাদের মধ্যে যেনা ব্যাপক হইয়া পড়ে তাহাদের মধ্যে মৃত্যুর আধিক্য দেখা দেয়। মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি বলেন যাকাত বন্ধ করিবার কারণে অনাবৃষ্টি দেখা দেয় এবং জেনার কারণে মহামারী দেখা দেয়। আজ এই পৃথিবী এতটাই পাপে লিপ্ত জর্জরিত যে পুরো পৃথিবী আজ মহামারীর কবলে আল্লাহ আমাদের সকলকে মাফ করুক জীবনের সকল গুনাখাতা ক্ষমা করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে স্বভাব -চরিত্র আদত অভ্যাসের সদ্ব্যবহার করিয়া সচ্চরিত্রবান গণের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুক ।
‘‘আমিন’’
Amin
ReplyDeleteAmin
ReplyDeleteআল্লাহ সকলকে যিনা থেকে বেচে থাকার তাওফিক দান করুক
ReplyDeleteআমিন
Delete👌👌
ReplyDeleteamin
ReplyDelete