কাউকে সারা জীবন কাছে পাওয়া যায় কি ভাবে
কাউকে সারা জীবন কাছে পাওয়া যায় কি ভাবে
ইংল্যান্ডের জাতীয় কবি এবং ইংরেজি সাহিত্যের " বোর্ড অব অ্যাভন " (অ্যাভনের চারনকবি) নামে পরিচিত বিশ্ব বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার। Williams Shakespeare. তিনি জন্ম গ্রহণ করেন। ১৫৬৪ ও মৃত্যু ১৬১৬ সালে। ট্রাজেডি , কমেডি সনেট সহ নানা রচনায় জীবনের উপলব্ধি বিষয়ে তাঁর নানা মূল্যবান উক্তি আজও সবার মনে দাগ কাটে । এই মহান সাহিত্যিক ও দার্শনিকের উক্তিগুলো তাই জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাতে পারে । আসুন তাহলে জেনে নিই উইলিয়াম শেক্সপিয়ারের কিছু বিখ্যাত সেই উক্তি । *****তাঁর কিছু ভালোবাসার উক্তি নিচে দেওয়া হলো;- 1, " কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে বন্ধুত্ব কোন দিন হারায় না।"
2, "ভালোবাসা হলো অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোয়াসা।"
3, " অনেক প্রেমদেবতা (কিউপিড)
আছেন যারা তীর
দিয়ে খুন করেন,
আর কিছু আছেন
যারা ফাঁদে ফেলে
মারেন। "
তার কিছু অনুপ্রেরণামূলক কথা নিয়ে তুলে ধরা হলো;- 1, একটি ছোট্ট মোমবাতির আলো দেখো কতো দূর যায়! তাই দুষ্টের এ পৃথিবীতে একটা ভালো কাজও তেমন দ্যুতি ছড়ায়।
2, আমাদের ভেতরকার সন্দেহগুলো হলো প্রতারকের মতো। চেষ্টা করলেই আমরা যা পেতে পারতাম, সন্দেহের কারণে সেটা হাতছাড়া হয়ে যায়।
3,আমরা জানি আমরা কি, তবে আমরা জানি না আমরা কি হতে পারি।
4, অস্তগামী সূর্যের দিকেই কিন্তু মানুষ দরজা আটকে দেয়।
5, এক মিনিট দেরি করে আসার চেয়ে তিন ঘন্টা আগে আাসা উত্তম।
6, অনেকের কথা শুনবে, বলবে অল্প লোকের সঙ্গে।
7, বোকা নিজেকে বুদ্ধিমান ভাবে । আর বুদ্ধিমান জানে, সে কতটা বোকা।
সংগ্রহ ; - আব্দুল্লাহ মাহমুদ
Nice
ReplyDeleteতিনি হলেন মহান ব্যাক্তি
ReplyDeleteহ্যাঁ ,,আপনাকে ধন্যবাদ
Deleteowo
ReplyDelete