মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সর্ম্পকে কিছু প্রশ্ন উত্তর ।। বাংলা ডি অনলাইন
মহা
নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সর্ম্পকে কিছু প্রশ্ন উত্তর
মহা
নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী সর্ম্পকে কিছু প্রশ্ন উত্তর জানাচ্ছেন ঝালকাঠী এন.এস.
কামিল মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ মাহমুদ সাধারন্ত এই প্রশ্ন উত্তর গুলো আমরা খুব
কম মানুষই জানি তাই চলুন আর দেরী না করে প্রশ্ন উত্তর গুলো জেনে নেই।
*প্রশ্নঃ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম (আঃ) এর কত বছর পর জন্ম গ্রহণ করেন?
উত্তরঃ
ছয় হাজার একশত পঞ্চাশ বছর পর।
*প্রশ্নঃ
রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সম্মানিতা স্ত্রীর আসমানে বিবাহ
হয়েছিল?
উত্তরঃ
উম্মুল মুমিনীন হযরত যয়নব বিনতে জাহাশ (রাঃ) এর বিবাহ।
*প্রশ্নঃ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দ্বারা ওযু ও গোছল করতেন?
উত্তরঃ
এক 'মুদ' দ্বারা ওজু করতেন এবং এক 'সা' র দ্বারা গোছল করতেন।
*প্রশ্নঃ
বেহেশতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দুনিয়ায় কোন মহিলার বিবাহ হবে?
উত্তরঃ
(১) মরিয়ম বিনতে ইমরান (২) ফেরাউনের স্ত্রী আসিয়া (৩) হযরত মুসা (আঃ) এর বোন কুলছুম।
*প্রশ্নঃ
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত বা উপনাম "আবু
ইব্রাহিম " কে রেখেছিলেন?
রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ বয়সের দিকে একদিন হযরত জিবরাঈল (আঃ) তার নিকট
আগমন করলেন এবং ডাকলেন হে! আবু- ইব্রাহিম।
*প্রশ্নঃ
কোন কোন মহিলা নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন এবং কয়দিন?
উত্তরঃ
এতে দুই রকম উক্তি বিদ্যমান (১) জন্মের পর আবু লাহাবের আযাদকৃত বাদী সাতদিন, অষ্টম
দিবে হালিমা সা'দিয়ার কাফেলা মক্কায় আগমন করে এবং এ দিন থেকে দু' বছর দুগ্ধ পান করান
তিনি। (২) শুরুতে ৭দিন পর্যন্তু হযরত মা আমিনা অতঃপর সুয়াইবা এবং এরপর হযরত হালিমা
সা'দিয়া।
*প্রশ্নঃ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিধেয় কয়টি কাপর ছিল এবং তা কি ধরনের
ছিল?
উত্তরঃ
লেবাস- পোশাকগুলো ছিল; কোর্তা, লুঙ্গি, পাগড়ী ও চাদর। কোর্তা ছিল সুতির। আর তার প্রান্ত্ন
ও আস্ত্নিন লম্বা ছিল না। তিনি কাতান ও পশমী কাপড় ব্যবহার করেছেন। বেশীরভাগ সুতি কাপড়ই
ছিল। তাঁর নিকট দুটি সবুজ চাঁদর ছিল। দুটি মোটা সুতি কাপড় ও ছিল। এর মধ্যে একটি ছিল
লাল ও একটি কালো। ডোরা কাটা একটি কম্বল ছিল। এবং মোটা একটি বালিশ ছিল যার মধ্যে খেজুর
গাছের বাকল ও খোসা ভরা ছিল।
*প্রশ্নঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লুঙ্গির দৈর্ঘ্য ও প্রস্হ কত ছিল?
উত্তরঃ
দৈর্ঘ্য সাড়ে চার হাত এবং প্রস্হ আড়াই হাত
*প্রশ্নঃ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়টি ঘোড়া ছিল এবং এগুলোর নাম কি ছিল?
উত্তরঃ
সাতটি ঘোড়া ছিল। নামঃ (১) সাকাব (২) মুরতাযিয (৩) তাইফ (৪) লাযযার (৫) যবর (৬) সাবহা
(৭) দার
*প্রশ্নঃ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়টি উট ছিল এবং এগুলোর নাম কি ছিল?
উত্তরঃ
দুটি বা ৩টি ; যথাঃ (১) কাসওয়া (২) আযবা (৩) জাদআ- কেউ কেউ শেষ দুটি উটের নাম কে একটি
উটের দুটি নাম বলেছেন।
*প্রশ্নঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুগ্ধ উটনী কয়টি ছিল?
উত্তরঃ
(৪৫) পঁয়তাল্লিশটি দুগ্ধ উটনী ছিল।
*প্রশ্নঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কয়টি বকরী ছিল?
উত্তরঃ
একশটি - তিনি এর চেয়ে বেশি হতে দিতেন না । বেশী হলে তা জবেহ করে দিতেন।
*প্রশ্নঃ
হুজ্জাতুল বেদা বা উমরাতুল কাযার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
মাথা মুন্ডানোর সৌভাগ্য কার হয়েছিল?
উত্তরঃ
হযরত মা'মার ইবনে আবদিল্লাহ (রাঃ) ও খিরাশ ইবনে উমাইয়া ( রাঃ)
*প্রশ্নঃ
যে সকল শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে পেশাব করেছিল?
উত্তরঃ
এরা ছিল পাঁচ জন (১) সুলায়মান ইবনে হিশাম( রাঃ) (২)হযরত হাসান (রঃ)(৩) হযরত হুসাইন
(রাঃ)(৪) হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর(রাঃ)(৫)হযরত উম্মে কায়েস (রাঃ)।
*প্রশ্নঃ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর মোবারক কে খনন করেন?
উত্তরঃ
হযরত আবু তালহা (রাঃ), বগলী কবর খনন করেন।
*প্রশ্নঃ
হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কোন সাহাবী কবরে রেখেছিলেন? উত্তরঃ
হযরত আলী (রাঃ), হযরত আব্বাস (রাঃ) এবং তার দুই পুত্র হযরত কুস্ ম (রাঃ) ও হযরত ফজল
(রাঃ)।
*প্রশ্নঃ
হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরে কয়টি ইট রাখা হয়েছিল? এবং কিভাবে
রাখা হয়েছিল? ইটগুলো কেমন ছিল?
উত্তরঃ
নয়টি কাঁচা ইট দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল।
*প্রশ্নঃ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর মোবারকে পানি ছিটানোর বিবরন কি?
উত্তরঃ
হযরত বিলাল ( রাঃ) এক মশক পানি নিয়ে কবরের মাথার দিক থেকে শুরু করে সারা কবরে ছিটিয়ে
দিয়েছিলেন।
*প্রশ্নঃ
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোন সাহাবীর জানাযার নামাজ
পড়েছিলেন?
উত্তরঃ
সৌভাগ্যবান সেই সাহাবী হলেন হযরত সাহল ইবনে বাইযা (রাঃ)।
*প্রশ্নঃ
আহযাবের যুদ্ধে খন্দক খননের বিবরণ কি?
উত্তরঃ
এই খন্দক খনন করতে পুর্ণ ছয় দিন লেগেছিল। খন্দকটি ছিল সাড়ে তিন মাইল লম্বা এবং পাঁচ
গজ গভীর।
*প্রশ্নঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে বর্শার আঘাতে কোন ব্যাক্তির মৃত্যু ঘটে?
উত্তরঃ কট্টর কাফের উবাই ইবনে খালফ. উহুদ যুদ্ধে।
*প্রশ্নঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাস্তে দাফন হওয়া সৌভাগ্যবান সাহাবী কে?
উত্তরঃ হযরত আব্দুল্লাহ যুল বাজদাতাইন (রঃ)।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন