আহমদ শফীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম আদালতে ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আহমদ
শফীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম আদালতে ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হেফাজত
ইসলামের সাবেক আমির আহমদ শফীর মৃত্যুর ঘটনাকে হত্যা দাবী করে তার শ্যালক ৩৬ জনের বিরুদ্ধে
চট্টগ্রাম আদালতে হত্যা মামলা দায়ের করে।
হেফাজত
ইসলামের সাবেক আমির ও বেফাকের সাবেক সভাপতি আহমদ শফীর মৃত্যুকে তার শ্যালক মোহাম্মদ
মহিউদ্দিন হত্যা দাবী করে চট্টগ্রম আদালতে মামুনুল হক সহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
দায়ের করেছে আহমদ শফী মারা যাওয়ার তিন মাস পর এই মামলা হয়। চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর
আহমদ সফী মারা যান।
আরো পরুনঃ
আবশিকভাবে মসজিদে মাস্ক পরিধান করতে হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নোটিশ
আহমদ
শফীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা চট্টগ্রাম আদালতে দাযের করা হয়েছে উক্ত মামলার
তদন্ত পিবিআইকে দেওয়া হয়েছে আগামী এক মাসের বিতর তদন্ত করে রিপোট জমা দিতে বলেছে আদালত
অজ্ঞাতনামা
৩৬ জেনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এ বিতরে হেফাজত ইসলামের বতমান যুগ্ম মহাসচিব
মামুনুল হক সহ আরো কই এক জনের নাম দেওয়া হয়েছে উক্ত মামলায়।
চলতি
বেছরের ১৮ই সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত ইসলামের সাবেক আমির
ও বেফাকের সাবেক সভাপতি আহমদ শফী এর আগে অসুস্থ অবস্থায় তাকে টাকায় আনা হয়
এর আগে
১৭ ই সেপ্টেম্বর টানা দুই দিনের বিক্ষোবে হাটাজারী মাদ্রাসার শুরা কমিটির মিটিংয়ে
আহমদ শফী হাটাজারী মাদ্রাসার পরিচালকের পদ থেতে পদত্যাগ করেন।
তথ্য সূত্রেঃ
ai manustar mirtu niao ato kisu
ReplyDeleteha vai ki ar korar
Delete