নতুন ধরনের করোনা ভাইরাসের কারনে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলো সৌদি আরব
নতুন
ধরনের করোনাভাইরাসের কারনে
বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট এক সপ্তাহের জন্য
স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব
সৌদি বার্তা সংস্থা
এসপিএ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদে এ কথা জানিয়েছে - যা দেশটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এতে বলা হয়, একটি নতুন
ধরনের করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে - এ খবরের ভিত্তিতেই
আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ।
সংবাদে বলা হয়, এই
স্থগিতাদেশ পরে আরো বর্ধিত করা যেতে পারে।
সৌদি স্বাস্থ্য
মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে
নজর রেখে কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংবাদে আরো বলা হয়,
আগামী এক সপ্তাহের জন্য (বিশেষ ক্ষেত্র ছাড়া) সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ
থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশী যেসব
বিমান সংস্থা এখন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশে
ছেড়ে যেতে পারবে।
এ ছাড়া আগামী এক
সপ্তাহের জন্য সকল স্থল ও সমূদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশও স্থগিত থাকবে, এই
নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরো এক সপ্তাহ বাড়তে পারে।
সংবাদে আরো বলা হয়, গত
৮ই ডিসেম্বর থেকে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু
হয়েছে সেখান থেকে সৌদি আরবে এসেছেন, তাদেরকে ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে
থাকতে হবে এবং প্রতি ৫ দিন অন্তর অন্তর করোনা ভাইরাস বা কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
যেসমস্ত দেশে নতুন করে
কোভিড সংক্রমণ শুরু হয়নি - সেসকল দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম এই
নির্দেশনায় মুক্ত থাকবে বলে ঘোষণা দেয় সৌদি সরকার।
সৌদি স্বাস্থ্য
মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়মিত এই নির্দেশনাসমূহ পুনর্বিবেচনা করা হবে
বলে সংবাদে জানানো হয়।
আরো পরুনঃ
বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়ালো
নতুন করোনভাইরাস বিরুদ্ধে প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা
আহমদ শফীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম আদালতে ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশি প্রবাসী
শ্রমিকদের বড়ো একটি অংশটি কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। এক হিসাবে দেখা
যায়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশী প্রবাসীর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।
তবে সৌদি সরকারের এই
নির্দেশনার কী প্রভাব সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের ওপর পড়েছে তা এখনো
বলা যাচ্ছে না।
tahola akon ar soudia arabe jaoa jabe na
ReplyDeletena vai
Delete