Header Ads

i Phone আই ফোন

 

i Phone আই ফোন

i Phone ব্যাবহার করতে কেমন লাগে? এবং এর সুবিধাগুলো কি কি

i Phone ব্যাবহার করতে কেমন লাগে এমন প্রশ্ন অনেকেই করে থাকে আমাদের কাছে তখন আমরা অনেকেই অনেক রকম উত্তর দিয়ে থাকি অনেকে বলেয়েই ফেলি আই i Phone ফোন ব্যাবহার করেতে ভাল লাগেনা আবার তার অনেক কারনও আমরা তাদেরকে বলে থাকি আর সে কারন গুলো হলো আই ফোনে ১টি মাত্র সিম ব্যাবহার করা যায় মেমরিকাড ব্যাবহার করা যায় না তারপর এ্যানডোরেটের মতো চাইলেই সব এপ ব্যাবহার করা যায় না এরকম নানা কারন হয়তো আপনার আশে পাশের আই ফোন ব্যাবহারকারীগন আপনাকে বলবে কিন্তু আমি আপনাকে বলবো আই ফোন ব্যাবহার করতে অনেক মজা ।

আমরা যদি খেয়াল করি দেখতে পাবো যে, আমাদের আশে পাশের মাত্র 4/5% লোক আই ফোন ব্যাবহার করে কারন আই ফোন হলো বিশ্বের একটি বড়ো ব্রান্ড এবং আই ফোনের দামও তুলনা মুলক একটু বেশি যেটা সাবার পক্ষে কেনা সম্ভবও হয় না কিন্তু আমি আমার ব্যাক্তিগত অভিগোতা থেকে বলতে চাই আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আপনাদের বন্ধু বা আশে পাশের যারা আই ফোন ব্যাবহার করে তারা সবাই বন্ধুমহলে সু-পরিচিত এবং সবাই বলে অমুকে আই ফোন ব্যাবহার করে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে অনুভব করতে পারবেন যখন আপনি একটি ব্যান্ডের শাট বা পেন্ট পরেন তখন আপনার কাছে কেমন লাগে নিশ্চই একটু অন্য রকম অনুবতি হয় ঠিক সে রকম আপনি আই ফোন ব্যাবহার করলে আপনার ভিতরে একটু অন্য রকম অনুবতির সৃষ্টি হবে।

i Phone আই ফোন

যে কারন গুলো মেনে আপনি আই ফোন চালালে মজা পাবেন চলুন এবার তা নিয়ে আলোচনা করিঃ-

1.      আই ফোন কেনার পরেই আপনার আই ফোন ব্যাবহার করার জন্য একটি এপেল একাউন্ট খুলতে হবে তার পর সেই একাউন্ট দিয়ে আপনি এপ স্টোর থেকে প্লেস্টোরের মতো এপ ডাওউনলোড করতো পারবেন।

2.      আই ফোনের পাশা পাশি আপনি আর একটা বাটন ফোন বা অন্য ফোন ব্যাবহার করতে পারেন তাহলে আপনার সুবিদা হবে এটা যে, আপনি আপনার আই ফোন দিয়ে নেট চালাবেন এবং ছবি তুলা চ্যাট করা অন্যান কাজ করবেন আর কথা বলার জন্য আপনি আপনার বাটন ফোনটাকে ইউস করলেন ।

3.      আমরা সবাই জানি আই ফোনে ব্যাটারী ব্যাকাপ একটু কম থাকে তাই আপনি যখন আপনার আই ফোন নিয়ে দূরে কোথাও যাবেন তখন আপনি একটি পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারেন ।

4.   যেহেতু আই ফোনে মেমোরিকাড ডুকানো যায় না তাই আপনি আপনার ছবি এবং অন্যান ডকুমেন্ট আপনার গুগোল ডাইবে রাখতে পারেন যাতে করে পরবতীতে আপনি সে গুলো ব্যাকাপ হিসাবে ব্যাবহার করতে পারেন ।

5.  আপনার আই ফোনে চাজ থাকা অবস্থাই চাজ দিন আই ফোন কখনই পুরো বন্ধ করে ফেলবেননা চাজ না থাকার কারনে তাহলে আবার চার্জে দিয়ে খুলতে আই ফোন অনেকটা সময় নেয় সেটা আপনার কাছে বিরক্তির কারন হতে পারে।

আমরা শখের বসে অনেকেই আই ফোন কিনতে চাই কিন্তু আশে পাশের কিছু সংখ্যক ব্যাবহারকারীর কথা শুনে আমাদের মন উঠে যায় আই ফোন ব্যাবহারের ইচ্ছা থেকে আমি বলবো তাদের কথায় কান না দিয়ে নিজেই  একটা আই ফোন কিনে দেখুন তারপর আপনার আর আই ফোন ছাড়া আর অন্য কোন ফোন ব্যাবহার করতে মোন চাইবে না কিন্তু কথা হলো আপনার আই ফোনটি অরজিনাল হতে হবে তাহলেতো একটা কথা রয়েই যায় কি ভাবে চিনবো অরজিনাল আই ফোন ?

আপনার চিন্তার কারন কোন কারন নাই আমাদের পরবতী পর্বে থাকবে অরজিনাল আই ফোন চেনার উপায় আমাদের সাথেই থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে ততো খন ভাল  থাকুন ।

No comments

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.