Header Ads

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়

 

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়

অরজিনাল আই ফোন i phone চেনার উপায় ও পুরাতন অরিজিনাল আই ফোন i phone কোথায় পাওয়া যাবে তার সন্ধান এবং কি ভাবে তা কিনতে হবে তার টেকনিক।

বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো অরজিনাল আই ফোন i phone চেনার উপায় নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আমাদের  অনেকেরই আই ফোন i phone ব্যাবহার করার ইচ্ছা আছে কিন্তু আমরা আমাদের বাজেটের কারনে কিনতে পারিনা আবার আমারা এ ব্যাপার মাঝে মাঝে ভুল সিদান্ত নেই আমারা মনে করি কম টাকার বিতর   একটা কপি আই ফোন i phone কিনবো সেটা দিয়ে শুধু কথা বলবো পরে দেখা যায় আমাদের আম ও যায় ছালাও যায় পরে গিয়ে দেখা যায় আই ফোন i phone দিয়ে কথাও বলা যাচ্ছেনা আর ভাল ভাবে ব্যাবহারও করা যাচ্ছেনা তার পর আমাদের আই ফোনের i phone উপর শুরু হয় নানা রকম ভুল দারনা।

আমি ব্যাক্তিগত ভাবে আপনাকে বলবো আপনার যদি আই ফোন i phone চালানোর ইচ্ছাই থাকে তাহলে কপি আই ফোন না কিনে অল্প বাজেটের বিতর একটা পুরাতন আই ফোন i phone কিনতে পারেন যেটা আপনি ব্যাবহার করেও মজা পাবেন এবং কথাও বলতে পারবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই পুরাতন আই ফোন কোথায় পাবো আর পুরাতোন আই ফোন কি ভাবে বুঝবো এটা নকল না অরিজিনাল চিন্তার কোনো কারন নাই আপনার মোনের সকল প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই পর্বে দিয়ে দেবো কোথায় পাবেন পুরাতন আই ফোন তাও বলবো আর কি ভাবে বুঝবেন আই ফোনটা নকল না অরিজিনাল তাও বলে দিবো ।

কোথায় পুরাতন আই ফোন i phone পাবো

কোথায় আমারা পুরাতন আই ফোন পাবো চলুন সে বিষয় কথা বলা যাক আমরা সবাই জানি পুরাতন মালামাল কেনার জন্য বাংলাদেশে বিক্রয়.কম খুব পরিচিতো আমরা বিক্রয়.কম দিয়ে খুব সহজেই পুরাতন আই ফোন i phone কিনতে পারি বিক্রয়.কমে ডুকে আপনার জেলা সিলেক্ট করে ‍দিবেন তার পরে কেটাগরিতে মোবাইল ফোন সিলেক্ট করে দিবেন তারপরই আপনার সামনে আপনার জেলার থেকে যে সমস্ত মোবাইল ফোন  বিক্রয় করা হবে সে গুলো চলে আসবে তারপর আপনাকে সেখান থেকে আই ফোন i phone খুজতে হবে আপনি সেখানে দেখবেন আই ফোনের কোন এড আছে কি না আপনার বাজেটের বিতরে আমি আপনাদেরকে আরো একটু কথা বলে রাখি পুরাতন যে কোন জিনিস কেনার জন্য একটু সময় নিয়ে কিনবেন তাহলে আপনার জিনিসটা ভাল হবে হুট করে এক দিনে কিনে ফেলবেননা টাকা ম্যানেজ হলো আজকেই কিনতে হবে এমন করবেননা এক দুই সপ্তাহ টাইম নিয়ে দেখবেন যেটাকে ভাল মনে হবে সেটাকে কিনবেন তারপর যখন আপনি আপনার পছন্দের আই ফোন পেয়ে যাবেন তখন বিক্রেতার সাথে ফোনে কথা বলে সকল দাম দর ঠিক করে নিবেন তারপরে আপনি আপনার আই ফোনটি দেখতে যাবেন এবং কি কি দেখে আপনি বুঝতে পারবেন আই ফোন নকল না আসল তাও আমরা এই পর্বে আলোচনা করবো।

আরো পরুনঃ

i Phone আই ফোন

চলুন এবার জেনে নেওয়া যাক অরজিনাল আই ফোন i phone চেনার উপায়

প্রথমে আপনি আই ফোনের লুক i phone দেখবেন তারপর লোগোটা দেখবেন মানি এপেলটাকে দেখবেন অরজিনাল আই ফোনের i phone এপেল সব সময় ইসমুত থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন।

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তার পর আপনি আই ফোনের লক খুলে আই ফোনের বিতরে ডুকবেন ডুকার পরে দেখবেন অখানে একটা এপ স্টোর নামে একটা এপ আছে এপ স্টোরটা দেখতে কি রকম হবে তা নিচের হবিতে দেখানো হচ্ছে

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তারপর আপনি আই ফোনের এপ স্টোরটা খুলবেন খোলার পর যদি দেখেন আপনাকে প্লেস্টোরে নিয়ে যাচ্ছে তাহলে মনে করবেন এটা নকল আই ফোন আর যদি আপনাকে এপ স্টোরেই রাখে তাহলে অরজিনাল এপ স্টোরের বিতরটা দেখতে কি রকম তার ছবিও নিচে দেখানো হলো

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তার পর হলো আপনার আসোল কাজ আপনার এবার চলে যেতে হবে আই ফোনের i phone সেটিংসয়ে তারপর আপনাকে সেটিংয়ে ডুকে নিচের দিকে গিয়ে দেখবেন জেনারেল নামে একটা অপসোন আছে নিচে ছবি দেওয়া হলো

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তারপর আপনি জেনারেলের বিতর ডুকবেন ডুকার পরেই প্রথমেই দেখতে পাবেন এবাউট নামে একটা অপসোন আছে নিচে ছবি দেওয়া হলো

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তার পর আপনি এবাউটের বিতর ডুকবেন ডুকারপর নিচের দিকে গেলে সিরিয়াল নাম্বার লেখা একটা অপসোন পাবেন

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


ঐ অপসনের উপর যদি একটু চেপে দরেন তাহলে কপি নামাক একটা অপসোন আসেবে তার পর সোটাকে কপি করে নিবেন

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তারপর আপনাকে যেতে হবে আই ফোনের সাফারিতে

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


 সাফারি হলো আই ফোনের ব্রেরাউজার সাফারিতে গিয়ে লেখবেন iphone serial check 

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তারপর প্রথম যে ওয়েব সাইটটা আসবে এপেল কম্পানির সেটায় ডুকবেন

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


ডুকার পরে সেখানে দেখতে পাবেন খেলা  your serial number সেখানে আপনি আপনার কপি করা সিরিয়ার নাম্বারটা পেষ্ট করে ‍দিবেন 

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


তার পর তার নিচে লেখা দেখবেন Please enter the code তারপর সেখানে দেখানো কোডটা দিয়ে দিবেন

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


 তারপর কন্টেনিউ বাটনে ক্লিক করুন

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


আপনার হাতে থাকা আই ফোন যদি অরিজিনাল হয় তাহলে সেটার মডেল সহ ছাবি আপনার সামনে এ রকম দেখাবে আর যদি অরজিনাল না হয় তাহলে ছবি আসবেনা

অরজিনাল আই ফোন i phone চেনার উপায়


আসা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কি ভাবে আই ফোন চেক করতে হয় নকল না  আসল এই পদ্ধতি যদি আপনারা অবোলম্ভন করেন আমি আশা করি তাহলে আপনারা প্রতারনার সিকার হবেননা তাই পুরাতন আই ফোন কেনার আগে এই বিষয়গুলো অব্যশই মাথায় রাখবেন।

আজ এখানেই বিদায় নিচ্ছি আবার কথা হবে অন্য কোন টিউটিরিয়ালে

ততখন ভাল থাকবেন সুস্থ থাকবেন

আল্লাহ-হাফেজ

1 comment:

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.