Header Ads

সৎচরিত্র ।। ইসলামের বাংলা ।। বাংলা ডি অনলাইন

সৎচরিত্র ।। ইসলামের বাংলা ।। বাংলা ডি অনলাইন


মহান আল্লাহ পবিত্র কুরআনে নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী! আপনি ক্ষমা ও সৌজন্যতার মাহান দীক্ষা গ্রহন করুন, মানুষকে উত্তম আদর্শে আদর্শবান হওয়র আদেশ প্রদান করুন এবং মূর্খ-বর্বর লোকদের থেকে বিমুখতা অবলম্বন করুন।

পৃথিবীর মানবগোষ্ঠী একটি কারণেই মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করে, তা হচ্ছে আখলাকে হাসানা বা সচ্চরিত্র। এর কারণেই মানুষ সর্বত্র স্মরণীয় বরণীয় হয়। কালগর্ভে কখনো বিলীন হয় না তাদের ইতিহাস। ইসলামের ধারক বাহক মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তো মানবজীবনে এর গুরুত্ব উপকারিতা অপরিসীম। সাধারণত ইসলামের পরিভাষায়, মানুষের পারস্পরিক অধিকার কর্তব্য সংশ্লিষ্ট আচার-আচরণ কার্যাবলীকে সুষ্ঠু, সুন্দর যথার্থভাবে সমতার ভিত্তিতে প্রতিপালন সম্পাদন করাকে আখলাকে হাসানা  বা সৎচরিত্র বলা হয়।
সাৎচরিত্রের বদৌলতে ব্যক্তি নিজে সমাজে সমাদর লাভ করে এবং তার সৎ স্বভাবের দ্বারা মানবসমাজ নানাভাবে উপকৃত হয়। ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ইসলাম যেহেতু জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য আবির্ভূত হয়েছে তাই ইসলাম ব্যক্তিকে সৎ স্বভাবের অধিকারী করে সমাজ জীবনে শান্তি-শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করে। ইসলাম সৎচরিত্রের যে ব্যাপক শিক্ষা দান করেছে, তা বিশ্বের যে কোন জাতি সমাজের জন্য সর্বোত্তম আদর্শ। কোরআন মাজিদে আল্লাহতায়ালা মর্মে এরশাদ করেন, নিশ্চয়ই তিনি ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। (সূরা নূন-)

ইসলামে সৎচরিত্রের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলে কারীম (সা.) এর সৎপরিত্র নিয়ে অনেক হাদিস পাওয়া যায়। যা দ্বারা বুঝা যায় সৎচরিত্রর গুরুত্ব ইসলামে কতোটা।

হযরত দারদা (রা.) হতে বর্নিত, তিনি বলেন হযরত রাসুলে পাক (সা.) এরশাদ করেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে আমলটি রাখা হবে উহা হলো উত্তম চরিত্র। আর আল্লাহ পাক অশ্লীলভাষী ও চরিত্রহীন লোক ঘৃনা করে। (তিরমিজী শরীফ)

হযরত আয়েশা (রা.) হতে বর্নিত, তিনি বলেন- আমি হযরত রাসূলে পাক (সা.) কে বলতে শুনেছি, ঈমানদারগন তাদের সৎচরিত্রের দ্বারা রাত্র জাগরনকারী ও রোজা পালনকারীর (নফল ইবাদতকারীর) মর্যাদা লাভ করবে। (আবু দাউদ শরীফ)

আল্লাহ আমাদেরকে উত্তম স্বভাব ও মহত গুণাবলীর দ্বারা গুণাম্বিত হওয়ার তৌফিক দান করুন। ‘‘আমিন’’

ইসলামের বাংলার প্রত্যেকটি পোস্ট ইসলামের দাওয়াতের এক একটি ক্ষুদ্র প্রচেষ্টা আপনিও যদি ইসলামের এই দাওয়াতী কাজে অংশ গ্রহন করতে চান তাহলে এই পোস্টটি শেয়ার করুন। 

No comments

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.