Header Ads

মাত্র ৫ টাকায় মশলা চা ।। পলাশ কফি হাউজ ।। বানারীপাড়া

 

মাত্র ৫ টাকায় মশলা চা ।। পলাশ কফি হাউজ ।। বানারীপাড়া

আজকে আমরা গিয়েছিলাম বরিশালের বানারীপাড়া উপজেলার জনপ্রিয় চা ও কফির দোকান পলাশ কফি হাউজে সেখানে এখনও মাত্র ৫ টাকায় মশলা চা পাওয়া যায়। কি ভাবে এখনও পলাশ কফি হাইজের স্বত্বাধিকারী পলাশ ভাই মশলা চা ৫ টাকায় খাওয়ান তা আমরা জানার চেষ্টা করবো আজকের এই ব্লগে।

পলাশ কফি হাউজ বরিশাল জেলার বানারীপাড়া বাজারের মাছ বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধগতি তাতেও ৫ টাকায় চা বিক্রি করছেন পলাশ ভাই। পলাশ ভাই বাংলা ডি অনলাইন কে জানান তার ৫ টাকায় চা বিক্রি করে কোনো লাভ হয় না তারপরেও সে তার কাস্টমারদের জন্য এই চা বানিয়ে থাকেন। তার ৫ টাকার কিন্তিু সাধারন কোন চা না সেটা করা হয় অনেক ধরনের মশলা দিয়ে যেটাকে বলা হয় মশলা চা। পলাশ কফি হাউজে তা ছাড়াও পাওয়া যায় দুধ চা ও অনেক ধরনের কফি, যার স্বাদও অনেক ভালো।

পলাশ ভাইকে আমরা জিগাসা করেছিলাম আপনার প্রতিদিন চা, কফি বানাতে কেমন লাগে? সে আমাদের উত্তরে বলেন আমি কাজটাকে আনন্দের সাথে নিয়েছি তাই আমার কোনো কষ্ট হয় না। যে কেও যদি তার কাজটাকে আনন্দের সাথে নেয় তাহলে তার কোনো কষ্ট হবে না।

পলাশ কফি হাউজে শুধু প্রতিদিন মশলা চা বা লা চা করা হয় ৩০০ কাপের মতো, দুধ চা করা হয় ৪০০/৫০০ কাপ, এবং কফি করা হয় ২০০/২৫০ কাপ পলাশ কফি হাউজে চা এবং কফির চাহিদা অনেক বেশি বানারীপাড়াতে। অনেক দূর থেকেও বানারীপাড়াতে অনেক মানুষ শুধু পলাশ কপি হাউজের চা ও কফি খাওয়ার জন্য বানারীপাড়াতে আসেন।

সন্ধ্যার পরে পশাল কফি হাউজে অনেক বেশি বিড় দেখা যায়। বসে চায়ের আড্ডা। পলাশ কফি হাউজের চা ও কফির প্রশংশা শোনা যায় বসার মুখেই।

পলাশ কফি হাউজের ম্যানু নিচে দেওয়া হলো

মশলা চা- মাত্র ০৫ টাকা।

লেমন টি-মাত্র ১০ টাকা।

দুধ চা মাত্র ১০ টাকা।

ব্লাক কফি মাত্র ২০ টাকা।

রেগুলার কফি মাত্র ৩০ টাকা।

ক্যাপেচিনো মাত্র ৫০ টাকা।

ভেনিলা ক্যাপেচিনো মাত্র ১০০ টাকা।

গোল্ড কফি মাত্র ১০০ টাকা।

উপরোক্ত আইটেম গুলো পাওয়া যায় পলাশ কফি হাউজে তাছাড়াও আছে বিভিন্ন ধরনের বিস্কুট, চকলেট, চিপস, কোল্ড ড্রিংস, সফ্ট ড্রিংস ইত্যাদি। আপনি চাইরে ঘুরে আসতে পারেন বানারীপাড়ার জনপ্রিয় কফি সপ পলাশ কফি হাউজ থেকে।

No comments

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.