১ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি ।। বনিক ষ্টোর।। বানারীপাড়া
আপনার ঘরে বসে অর্ডার করার ১ ঘন্টার মধ্যেই যদি আপনার মুদি পন্য আপনার বাসায় এসে পৌছে যেতো তাহলে কেমন হতো? আপনার কাছে কি মনে হয় বানারীপাড়ার মতো জায়গায় এটা শুধু কল্পনা? না এটা শুধু কল্পনা না! বানারীপাড়ার এক তরুন উদ্যেগক্তা এই কল্পনাকে সত্যে রূপান্তিত করেছে আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিবো সেই তরুন উদ্যেগক্তার সাথে।
আমরা বলছিলাম বানারীপাড়া সুপারীপট্টি
রোডে অবস্থিত বনিক ষ্টোরের কথা আপনি যদি বনিক ষ্টোরের ফেইসবুক পেইজে আপনার কানক্ষিত
মুদি পন্য আপনার বাসায় বসে অর্ডার করেন তাহলে আপনি আপনার অর্ডার করা ১ ঘন্টার মধ্যেই
আপনার বাসায় পৌছে যাবে আপনার মুদি পন্য।
আমরা সাধারনত ফুড ডেলিভারির
কথা শুনে থাকি কিন্তু মুদি পন্য নিয়ে খুব কম মানুষই কাজ করে এবং তাও আবার ছোটো শহরে
তার তো কোনে প্রশ্ন-ই উঠে না। কিন্তু এই উদ্যেগক্তা মুদি পন্য হোম ডেলিভারি দেওয়ার
মতো সাহস করেছেন এবং তিনি সফলও হয়েছেন। তিনি বংলা ডি অনলাইনকে জানান বর্তমানে অনলাইনে
পচুর সারা পাচ্ছেন তিনি।
বনিক ষ্টোরে যে সকল পন্য পাওয়া
যায় তা নিচে তুলে ধরা হলোঃ
নাজির সাইল চাল, মিনিকেট চাল, চিনিগুড়া চাল, আতপ চাল, মুসুর ডাল, খেসারি ডাল, বুটের ডাল, মুগের ডাল, ডাবলি, এ্যাংকার ডাল, মিক্স ডাল, ছোলা, বেসন, ম্যাচ, শাবুডানা, দেশি পিয়াজ , ইন্ডিয়ান পিয়াজ, দেশি রসুন, ইন্ডিয়ান রসুন, দেশি আদা, ইন্ডিয়ান আদা, নুডুলস, স্যুপ, পাস্তা, মেকারুনী, বাদাম, বিস্কিট, সোস, চানাচুর, কেক, মুড়ি, কোলা ডিক্সস, ইনার্জ ডিক্সস, ডাইকেক, জুস, ডির্টাজেন্ট পাউডার, চিকেন রোস্ট মশলা, মুরগী মাংসের মশলা, ফিরনী মিক্স, পটপটি মশলা, গরুর মাংসের মশলা, বিরিয়ানী মশলা, তেহারী মশলা,মাছের মশলা, আলু ছোট, আলু বড়, মিষ্টি আলু, লাল আলু, ঘি, মধু, সরিষা তেল, সয়াবিন তেল, নারিকেল তেল, আচার, লবন, চিনি, আটা, সেমাই, সুজি, ময়দা, তেজপাতা, লবঙ্গ, কালিজিরা, পাঁচফোড়ন, দারচিনি, এলাচ, জিরা গুড়া, হলুদ গুড়া, মরিচ গুড়া, ধনিয়া গুড়া, গুড়া দুধ, রুটি, চা-পাতা, চিপস, চকলেট, ক্যান্ডি, কফি, পানি, সাবান,কাচ্চি বিরায়ানী মশলা, কাবাবের মশলা, চিকেন তন্দরী মশলা, হালিম মিক্স, খিচুরী মিক্স, জর্দ্দা মিক্স, খির মিক্স, ফালুদা মিক্স, বোরহানী মশলা, কালো ভুনা মশলা, ইত্যাদি এছাড়াও সকল ধরনের
মুদি পন্য, বান্নাতি মাল ও কসমেটিকস মাল পাওয়া যাবে।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন