২০০ বছর পূর্বে ভারতবর্ষে নারীদের দিতে হতো স্তন কর
ভারতবর্ষে ২০০ বছর পূর্বে নিচু জাতের নারীদের তাদের স্তন ডাকার জন্য দিতে হতো স্তন কর বা মুলাক্করম যেটাকে স্তন ট্যাক্স ও বলা যেতে পারে। অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্য যে, ভারতবর্ষে বিভিন্ন রাজা নিচু জাতের লোকদের শোষন করার জন্য বিভিন্ন ধরনের ট্যাক্স বা কর নির্ধারন করত, যে গুলো ছিলো অযুক্তিক অগ্রহনযোগ্য। তার-ই একটি অযুক্তিক অগ্রহনযোগ্য ট্যাক্স বা কর হলো স্তন কর। প্রায় ২০০ বছর পূর্বে এ প্রথা ভারবর্ষের কিছু অঞ্চলে চালু ছিলো। নিচু জাতের মহিলারা বা নারীরা তাদের স্তন জনসম্মুখে ডাকতে পারবে না তাদের স্তন জনসম্মুখে খোলা রাখতে হবে আর কোন মহিলা যদি তা ডেকে রাখতে চায় তাহলে তাকে দিতে হবে মোটা অংকের কর বা ট্যাক্স যা নির্ধারন করা হতো তার স্তনর আকার ও অজোন বেদে যার স্তনের আকার যতটুকু বা অজন যতটুকু তাকে তার সমপরিমান কর বা ট্যাক্স দিতে হবে। তখনকার রাজারা বলত এটা হলো তাদের সম্মানের জন্য তাদের সম্মানের স্বার্থে নারীদের তাদের সামনে ও জনসম্মুখে স্তন খোলা রাখতে হবে। নারীরা তাদের স্তন ডাকতে পারবে না। কেও স্তন ডাকলে রাজারা মনে করতো তাদের অপমান করা হচ্ছে। তাই তারা তাদের রাজ্যের নারীদের স্তন জনসম্মুখে খোলা রাখার আদেশ দেয়।
নাঙেলি ঘটনা:
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন