Header Ads

বানারীপাড়ার পর্যটন কেন্দ্র এখন ময়লার ভান্ডার

বানারীপাড়ার পর্যটন কেন্দ্র এখন ময়লার ভান্ডার বানারীপাড়ার খবর বানারীপাড়া বরিশাল পর্যটন কেন্দ্র ময়লা The tourist center of Banaripara is now a garbage dump News of Banaripara Banaripara Barisal Tourist center Dirty BANGLA ONLINE BANGLADONLINE

আমাদের বানারীপাড়া যেন এক অন্য রকম মায়ার শহর, যেখানে ধনী / গরীর মধ্যবিত্ত সবার বসবাস, সবাইকে মিলিয়েই আমাদের বানারীপাড়া, আর এই বসবাসের সুবাদে এই শহরের বিভিন্ন যায়গায় আমাদের পদচারণ আর বিকেল বেলা তো অন্যরকম অনুভূতি বিকেলের সুন্দর আবহাওয়ায় প্রকৃতির মাঝে ঘুরতে কার না ভালো লাগে, তা যদি হয় আবার নদীর তীরে পরিবার, বন্ধু, এবং প্রিয়জনদের সাথে তাহলে ব্যাপারটা বেশ আনন্দের, আর এই ভ্রমন পিপাসুদের ঘুরতে যাওয়ার অন্যতম পর্যটন কেন্দ্র হলো সন্ধ্যা নদীর তীরে ফেরিঘাট থেকে শুরু হয়ে দক্ষিন দিকে যাওয়া নতুন রাস্তা, যেটি কিনা বানারীপাড়া বন্দর বাজারের একটি গুরুত্বপূর্ণ সড়কে পরিনত হতে যাচ্ছে।

বানারীপাড়ার পর্যটন কেন্দ্র এখন ময়লার ভান্ডার বানারীপাড়ার খবর বানারীপাড়া বরিশাল পর্যটন কেন্দ্র ময়লা The tourist center of Banaripara is now a garbage dump News of Banaripara Banaripara Barisal Tourist center Dirty BANGLA ONLINE BANGLADONLINE


সেখানে বেশ কিছু দিন যাবত লক্ষ্য করা যায়, বেশ কিছু অপ্রয়োজনীয় পলিথিন এবং বাজারের ময়লা আবর্জনার ভান্ডার যার ফলে যেমনি ভাবে নদীর পানি দূষিত হচ্ছে তেমনিভাবে ময়লার দূরগন্ধে মানুষের মানবদেহের ক্ষতি হচ্ছে এবং পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশ মনের পরিতৃপ্ততা।

বানারীপাড়ার পর্যটন কেন্দ্র এখন ময়লার ভান্ডার বানারীপাড়ার খবর বানারীপাড়া বরিশাল পর্যটন কেন্দ্র ময়লা The tourist center of Banaripara is now a garbage dump News of Banaripara Banaripara Barisal Tourist center Dirty BANGLA ONLINE BANGLADONLINE


অতএব এব্যাপারে বানারীপাড়া প্রশাসন, কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি, যাতে আমাদের বানারীপাড়ার পর্যটন কেন্দ্রটি একটি পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশে পরিনিত হয়।

No comments

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.