Header Ads

মানুষের জীবনের মোড় ।। বাংলা ডি অনলাইন

মানুষের জীবনের মোড় ।। বাংলা-অনলাইন 60-year-old Kerala Man Transforms Into A Model ।। vairal model

লেখকঃ রাহাত মিয়া

মানুষের জীবনের মোড় কখন ঘুরে যেতে পারে, সে ব্যাপারে মানুষ সব সময় নিশ্চিত হতে পারেনা। কখন কিভাবে কার জীবন নামের চাকার মোড় দেয় তা মানুষ কল্পনাও করতে পারে না, সব মানুষেরই জীবনে একটা ভাল সময় আসে কিন্তু সেটা কারো জীবনে আগে এবং পরে, কেউ উপলব্ধি করতে পারে কেউ আবার করতে পারে না, যার যেমন বুঝার ক্ষমতা, ভালো /খারাপ এই দুটি শব্দ দুই মেরুর যেমনটা আলো এবং অন্ধকার, শুধু ভালোর স্বাদ নিলেই হবে না, তাই মানুষের জীবনে খারাপ সময়টা আসা জরুরি কারন তা না হলে বুঝা যায় না, কে কতটা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, জীবনের ভাল সময়তো হাজারো মানুষ/আত্মীয়-স্বজন পাশে পাওয়া যায় কিন্তু খারাপ সময়ে কয় জন পাশে পাওয়া যায় সেটা দেখা জরুরি , একটা প্রবাদ বাক্য আছে আপন লোকের চেয়ে পর লোক অনেক ভালো, জীবনের একটা সময় মানুষ অনেক অসহায় হয়ে পড়ে যখন তার কাদে হাত রাখার মতো কেউ থাকেনা, সময় যে তার পাশে দাড়ায়, কাদে হাত রাখে, সাহায্য করে, উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, সঠিক পথ দেখায় সেই প্রকৃত বন্ধু সেই আসল আত্মীয়।

Changed people বাংলা অনলাইন- bangla online


দরকার নাই ভাল সময় শুভাকাঙ্ক্ষীদের যারা বিপদ দেখে দূরে গিয়ে আড়ালে থেকে আনন্দিত হয়েছে, মানুষের জীবনের ভালো সময় এবং সফলতা আসবেই এর জন্য দরকার লক্ষ্যস্থীর করা, জেদ,আগ্রহ, এবং বেশি পরিশ্রম, মানুষের জীবনের ভাল সময় শান্তির সময় অল্প মেয়াদি হয়, আর এই অল্প মেয়াদি সুন্দর সময় গুলো নিয়েই মানুষ বেচে থাকে, মানুষের জীবনকে অতি বাহিত করার জন্য একটা মূল বিষয় হলো আশা আর মানুষ বেশিই আশায় আশায় জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করে, হয়তো কারো আশার প্রহর শেষ হয় আবার কারো হয়তো শেষ হয় না, মানুষের জীবনের দিন একই রকম যায় না হয়তো ভালোমন্দ মিলিয়েই কেটে যায় দিন, কিন্তু খারাপ সময়ের দিন গুলোই মানুষের বেশি মনে থাকে, তাই কাউকেই অবহেলা করতে নেই হয়তো সেই অবহেলিত মানুটাই হতে পারে আপনার একমাএ অবলম্বন , মানুষের জীবনের মোড় ঘুরতে সময় লাগে না, জীবন বড়ই বাস্তব মুখি।

No comments

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.