বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ চিনিফসল গবেষণা ইনস্টিটিউট (পূর্বনাম বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট) একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট যা আখ এবং অন্যান্য মিষ্টি জাতীয় উদ্ভিদের গবেষণা পরিচালনা করে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঈশ্বরদী উপজেলার পাবনা-ঈশ্বরদী সহাসড়ক সংলগ্ন অরণকোলা ও বহরপুর মৌজার
২৩৫ একর জমিতে অবস্থিত। এখানে ইক্ষুর উপর এবং চিনি, গুড় ও চিবিয়ে খাওয়াসহ
ইক্ষুর বহুমুখী ব্যবহারের উপর গবেষণা হয়। এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে । ১৮ থেকে ৩০ বছর মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। আবেদন অনলাইনে করতে হবে।
পদের নামসমূহঃ-
পদের নাম |
শিক্ষাগত যোগ্যতা |
সহকারী শিক্ষক |
স্নাতকসহ বি.এড |
স্টোনোগ্রাফার |
এইস.এস.সি |
ফার্মাসিষ্ট |
নার্সিং এ ডিপ্লোমা |
মেকানিক |
এস.এস.সি |
ড্রাইভার |
এস.এস.সি |
মাঠ সহকারী |
এইচ.এস.সি |
টাইপিস্ট |
এইচ.এস.সি |
টাইপিস্ট-২ |
এইচ.এস.সি |
স্টোর করনিক |
এইচ.এস.সি |
বাবুর্চি |
অষ্টম শ্রেনী পাশ |
প্লাম্বার |
এস.এস.সি |
হোস্টেল বেয়ারার |
এস.এস.সি |
মালী |
অষ্টম শ্রেনী পাশ |
ডমেটরি পরিচর |
এস.এস.সি |
সুইপার |
অষ্টম শ্রেনী পাশ |
নিয়োগ বিজ্ঞপ্তি |
আবেদন শুরু ১৩/০৩/২০২২
খ্রি. সকাল ১০.০০ টা।
আবেদন শেষ ১১/০৪/২০২২ খ্রি.
বিকাল ৫.০০ টা।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন