Header Ads

অ্যালগ কম্পিউটার (Analog Computer) ও ডিজিটাল কম্পিউটার (Digital Computer) কম্পিউটারের মধ্যে পাথক্য

 

অ্যালগ কম্পিউটার (Analog Computer) ও ডিজিটাল কম্পিউটার (Digital Computer) কম্পিউটারের মধ্যে পাথক্য

অ্যালগ কম্পিউটার (Analog Computer) ও ডিজিটাল কম্পিউটার (Digital Computer) কম্পিউটারের মধ্যে পাথক্য

প্রধানত কম্পিউটার দুই ধরনের অ্যানালগ কম্পিউটার (Analog Computer) এবং ডিজিটাল কম্পিউটার (Digital Computer) তথ্য প্রক্রিয়া করন ও হিসাবের জন্য ডিজিটাল কিম্পিউটার ব্যবহার করা হয়। এবং প্রক্রিয়া করনের ফলাফল লিখিত আকারে প্রস্তত করা হয়।কিন্তু অ্যানালগ কম্পিউটারে বন এবং অংকের বদলে ক্রমাগত পরিবতন শীল বা অ্যানালগ বৈদ্যুতিক সংকেত ব্যাবহার করা হয়।

ভ্রমণ Travel

 রোধ, চাপ, উত্তাপ ইত্যাদির জন্য সৃষ্টি বৈদ্যুতিক তরঙ্গ হলো অ্যানালগ কম্পিউটারের গ্রহন সংকেত। কম্পিউটার দিয়ে উত্তাপ প্রক্রিয়াকরনের ফলাফল সাধারনত প্রদশনের কাঁটা দিয়ে দেখানো হয় অথবা প্লটার দিয়ে অংকন করা হয়। রাসায়নিক, প্রেট্রোলিয়াম ও খাদ্য প্রক্রিয়াকরন শিল্প অ্যানালগ কম্পিউটার বহুল ব্যাবহার আছে। মোটরগাড়ির বেগ নিনায়ক যন্ত্র অ্যানালগ কম্পিউটারের একটি উদাহরন হতে পারে। এ যন্ত্রের গতি নিদেশক কাঁটাটি প্যানেলে মুদ্রিত লেখা হতে বেগ নিদেশ করে অ্যানালগ কম্পিউটারের তুলনায় ডিজিটাল কম্পিউটার প্রদত্ত ফলাফল অনেক বেশি ভ্রমশূন্য এবং নিভরশীল স্থির অবস্থায় মোটরগাড়ির গতি নিনায়ক যন্ত্রের কাটাটিতে  মাইল দেখানো আশ্চয়ের কিছু নয়। অপর পক্ষে ডিজিটাল কম্পিউটার প্রক্রিয়াকরনে ফলাফল সরাসরি লিখে দেখায়।

যিনার ভয়াবহতা

2 comments:

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন

Powered by Blogger.