শুরু হয়েছে অমর একুশে বই মেলা-২০২৫
স্টাফ রিপোর্টার
সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে অমর একুশে বই মেলা ২০২৫।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বইমেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য—‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান।
এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে ১টি। মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বই মেলার প্রথমদিনে পাঠক ও লেখকের উপস্থিতি ছিলো খুবই কম। এখনও চলছে অনেক স্টলের কাজ অনেক স্টলে চলছে বই সাজানোর কাজ।
বই মেলার প্রথম দিনে বই মেলায় দেখা যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে এবার বই মেলার তার বই প্রকাশ পেয়েছে। কাফি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন জুলাই গনঅভ্যুত্থানে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে প্রথম সারিতে ছিলেন তিনি। ছি ছি হাসিনা লজ্জায় বাচিনা স্লোগান দিয়ে তাকে পালিও থাকতে হয়েছিলো। কাফি বলে আমি চাইলে আমার এই কাহিনি নিয়ে বই লেখতে পারতাম কিন্তু আমি আমার প্রাক্তনকে নিয়ে বই লিখেছি। দেশকে আমি ভালোবাসি মন থেকে সেটাকে নিয়ে ব্যাবসা করতে চাই না। তিনি আরও বলেন আমার প্রাক্তন আমাকে ঠকিয়েছে আমি তাকে আন্টি পড়িয়েছিলাম তারপরও সে অন্য কারো হয়ে গেছে। কনটেন্ট ক্রিয়েটর কাফি তার প্রাক্তনকে বাচিয়ে রাখতে চায় তার বইয়ের বিরতে।
অমর একুশে বই মেলা ২০২৫ এর প্রথম দিনে লেখক-পাঠক উপস্থিতি খুবই কম। প্রকাশনী গুলো আশা করছে আগামী দিনগুলোতে বাড়বে পাঠকের উপস্থিতি।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন