এবার ঢাকা আলিয়ায় হচ্ছে গরু ভোজ
ক্যাম্পাস প্রতিনিধিঃ মিয়াদ হাসান।
সরকারি মাদ্রাসা-ই আলিয়া এর অধিনে আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমীনুল এহসান (রহ.) হলের আবাসিক ছাত্রদের উদ্যোগে ২৪ এর বিজয় উদযাপন উপলক্ষ্যে ১৪ ই নভেম্বর প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। চলছে পুরো হল জুরে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাধারণ ছাত্রদের মাঝে বিরাজ করছে এক অন্যরকম অনুভূতি। তবে প্রত্যেক ছাত্রের জন্য এই অনুষ্ঠানে অংশ গ্রহণে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে জন প্রতি ১৫০/- টাকা করে। আলিয়ার প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. শাহনেওয়াজ দিলরুবা খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রপেস ড. আবু জাফর খান, সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকা এর উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, সরকারি মাদ্রাসা-ই আলিয়া ঢাকা এর হেড মাওলানা প্রফেসর মাওলানা মিঞা মোঃ নুরুল হক, অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সরকারি মাদ্রাসা-ই আলিয়ার আল কুরআন ও ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতী আমিনুল এহসান (রহ.) হলের প্রভোস্ট ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন