বদলে যাবে ঢাকা আলিয়ার শিক্ষার পরিবেশ এবং ফিরে পাবে শত বছরের ঐতিহ্যের স্মারক ।
আরিফুল ইসলাম মামুন
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা।
চলতি বছরের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পরেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় এ বছর ১৩৬ জন শিক্ষার্থী র্পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন ১৩৫ জন। অকৃতকার্য ০১ জন । জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন ও সাধারন বা মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ১৫ জন পেয়েছেন জিপিএ ৫ ।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা যা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে রাজধানী ঢাকার বকশী বাজারে স্থানান্তরিত হয়।
বিগত কয়েক বছরের ফলাফলের চেয়ে এই বছর আলিম পরীক্ষায় ব্যতিক্রম
এ বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মুহাম্মদ হেদায়েত উল্লাহ স্যার জানান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আলিম পরীক্ষার ফলাফলের বিষয়ে এবার আলিয়ার প্রশাসন অত্যন্ত কঠোর ছিল ছাত্র পরীক্ষার কেন্দ্রে পাঠানোর বিষয়ে আগেই ঘোষণা দেয়া ছিল ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকলে, মাসকি পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে সেন্টারে পাঠানো হবে না। ভর্তির বিষয়েও যাকে তাকে ভর্তি না করানোর বিষয়ে সতর্ক ছিলাম আমরা । তিনি আরো জানান খুব শীঘ্রই প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ তার আগের রুপ ফিরে পাবে ।
সামনে আলিম পরীক্ষার ভালো ফলাফলের জন্য ইতিমধ্যে কর্তৃপক্ষ কেবল আলিম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য মুফতি আমিনুল হাসান হলে সিট বরাদ্দ দিয়েছে। সেখানে সকল ধরনের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ এবং সিনিয়র কোন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়া হয়নি। যাতে আলিম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণ করতে পারে এবং অধ্যাবসায়ী হয়ে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন