জাতীয় পর্যায় প্রথম ছারছীনা আলিয়ার মাদ্রাসার ছাত্র আবু সালেহ মোঃ হোসাইন
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায় প্রথম স্থান অর্জন
করেছেন ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসার ছাত্র হাফেজ আবু সালেহ মোঃ হোসাইন।
আজ ০৫ জুন ২০২৩ তারিখ রোজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩
এর জাতীয় প্রর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রর্যায়ের ঐ প্রতিযোগীতায় অংশগ্রহন করে এই বিজয় অর্জন
করেন আবু সালেহ মোঃ হোসাইন । এর আগে তিনি নেছারাবাদ উপজেলা, পিরোজপুর জেলা ও বরিশাল
বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হন।
আবু সালেহ মোঃ হোসাইন বর্তমানে পিরোজপুর জেলার নেছারাবাদ
উপজেলার ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র। জাতীয় শিক্ষা
সপ্তাহ-২০২৩ এ ক্বেরাত (গ্রুপ-গ) এ অংশগ্রহন করে জাতীয় পর্যয় প্রথম স্থান অর্জন করেন।
বাংলা ডি অনলাইনকে এ বিষয় আবু সালেহ মোঃ হোসাইন নিজেই নিশ্চিত করেন।
আবু সালেহ মোঃ হোসাইন তার এই অর্জনে প্রথমেই মহান আল্লাহর
প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। তার এই অর্জনে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন ‘‘মা’হাদুল ক্বিরাত ইনস্টিটিউট’’ এর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী ও তার সকল ওস্তাদ ও শিক্ষকদের প্রতি। আবু সালেহ মোঃ হোসাইন
আরও
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার
বাবা ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষক ক্বারী মোঃ বেলায়েত
হোসেনর প্রতি ও তার মায়ের প্রতি।
আবু সালেহ মোঃ হোসাইন কৃতজ্ঞতা
ও ভালোবাসা প্রকাশ করেছেন তার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি ও যারা তাকে এই অর্জনে অনুপ্রেরণা
যুগিয়েছে তাদের সকলের প্রতি।
আবু সালেহ মোঃ হোসাইন সকলের
সহযোগীতা পেলে তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায়।
আবু সালেহ মোঃ হোসাইন দেশবাসী
ও তার
সকল শুভাকাঙ্ক্ষী, ওস্তাদ, শিক্ষক ও বন্ধুদের কাছে বাংলা ডি অনলাইনের মাধ্যমে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন সেই প্রত্যাশায়।
আলহামদুলিল্লাহ
ReplyDelete