চায়না টাউন পার্ক।। China _Town_Park।। বাংলা ডি অনলাইন
চায়না টাউন পার্ক কি মনে করছেন এটা
চায়নায় না ভাই এটা চায়নায় না এটা আমাদের বাংলাদেশেই এই নামে দেশের বাহিরেও পার্ক আছে
কিন্তু এই পার্ক এর মালিক কেনো এই নাম ব্যাবহার করলো তা আমি সঠিক বলতে পারবো না । যে
পার্কটি নিয়ে আজ লিখছি অবশ্য এই পার্কটির নাম আগে ছিল লেক ভিউ পার্ক নামে পরিচিত ছিল
। কিন্তু আমরা যখন পার্কটিতে যাই তখন দেখতে পারি পার্কটির নাম চায়না টাউন পার্ক।
আমরা ঘুরে এসেছিলাম সেই চায়না টাউন
পার্ককে অবশ্য পার্ককের নামের সাথে টাউন থাকলেও পার্কটি টাউনে অবস্থিত নয়। এটা একটি
বিষ্ময়ের ব্যাপার হলেও আজ আপনাদের সাথে শেয়র করতে চাই কেমন লাগলো পার্কটিতে ঘুরে কি
আছে পার্কটিতে কি ভাবে যাবেন পার্কটিতে সব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো তাই পুরো আরর্টিকেলটি
পড়ার অনুরোধ রইল।
আমারা যখন বাইশারী পৌছাই তখন ব্যানে
থেকে নামার আগেই ডাক দেয় আমাদের সেই কানক্ষিত বন্ধুরা যারা আমাদেরকে নিয়ে যাবে চায়না
টাউন পার্ককে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমারই দুইবন্ধু তারা হল শাকিল ও রেজাউল
। শাকিল ও রেজাউল আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আমরা তাদের সাতে কুশল বিনিময় করার পরে
আমরা রওনা হলাম চায়না টাউন পার্ককের দিকে । তার আগে আমরা প্লান করে নিলাম কি ভাবে আমরা
যাবো চায়না টাউন পার্কে।
তারপর শুরু হলো প্লান অনুযাই গন্তব্য
আমরা বাইশারী বাজার থেকে একটি ব্যানে করে রওনা হলাম ব্যানে আমরা শেরে-বাংলা বাজার পর্যন্ত
গেলাম এখানে আমাদের শেরে-বাংলা ব্রিজ ও দেখা হয়ে গেলো তারপরে আমরা একটি ওটোতে রওনা
হওলাম কুন্দিহারের উদ্দেশ্যে কুন্দিহার যেতে যেতে আমাদের সন্ধা হয়ে গেলো আমরা যখন পার্কের
সামনে গিয়ে পৌছাই তখন মাগরিবের আজান দিচ্ছিলো পার্কের টিকেট কাউন্টারে জিগাসা করা হলো
বিতরে নামাজের ব্যবস্থা আছে কি না তারা বললো আছে । তারপর আমরা চারজন বিতরে গেলাম নামাজ
আদায় করে পার্কটাকে আবিস্কার করার চেষ্টা করলাম ।
‘‘আল্লাহ্ হাফেজ’’
|
|
অনেক সুন্দর জায়গা আমি যাবো
ReplyDeleteসুন্দর
ReplyDelete