সলিয়াবাকপুর ইউনিয়ন।। বানারীপাড়া।। বরিশাল
সলিয়াবাকপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত
বানারীপাড়া উপজেলার একটি স্বনাম ধন্য ইউনিয়ন পরিষদ ।
কালের স্বাক্ষী বহনকারী সন্ধ্যা নদীর তীরে গড়ে উঠা বানারীপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল
হলো সলিয়াবাকপুর ইউনিয়ন । কাল পরিক্রমায়
আজ সলিয়াবাকপুর
ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব
স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
সলিয়াবাকপুর
ইউনিয়ন বানারীপাড়া
উপজেলার আওতাধীন
৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বানারীপাড়া থানার আওতাধীন।
এটি জাতীয়
সংসদের ১২০ নং নির্বানী এলাক বরিশাল-২ এর আওতাধীন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সলিয়াবাকপুর
ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯,৫৯২ জন। এর মধ্যে পুরুষ ৯,৪০৪ জন এবং মহিলা ১০,১৮৮ জন। মোট
পরিবার রয়েছে ৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪,৪৮৫টি। ২০১১ সালের আদমশুমারি
অনুযায়ী সলিয়াবাকপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৭৮.৭% ।
০৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ আয়তনে ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)।
গ্রামের
সংখ্যা – ১২ টি, মৌজার সংখ্যা – ৫ টি, হাট/বাজার সংখ্যা -3 টি, উপজেলা সদর থেকে যোগাযোগ
মাধ্যম সিএনজি/রিক্সা। সলিয়াবাকপুর ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি, উচ্চ বিদ্যালয়ঃ 3টি, মাদ্রাসা- ২টি, গুরুত্বর্পূণ
ধর্মীয় স্থান- ২ টি।
গ্রাম সমূহের নামঃ
(১) ধারালিয়া।
(২) গোয়াইলবাড়ী।
(৩) বাসার।
(৪) মহিষাপোতা।
(৫) খেজুরবাড়ি।
(৬) বেতাল।
(৭) সলিয়াবাকপুর।
(৮) নরত্তমপুর।
(৯) শাখারিয়া।
(১০) মাদারকাঠী।
(১১)
চৌয়ারীপাড়া।
(১২)
কৃষ্ণপুর।
ইউনিয়ন পরিষদ জনবলঃ
নির্বাচিত পরিষদ চেয়ারম্যান-০১ জন সদস্য – ১২
জন, ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন, ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা
দুই জন।
ওয়ার্ড বিত্তিক জনসংখ্যাঃ
ক্রমিক নং |
ওয়ার্ড নং |
পুরুষ সংখ্যা |
নারী
সংখ্যা |
মোট জনসংখ্যা |
০১ |
০১ |
|
|
৬,৯৬৭ জন |
০২ |
০২ |
|
|
৫,৮৮৮ জন |
০৩ |
০৩ |
|
|
৬,৯৮৭ জন |
০৪ |
০৪ |
|
|
৪,৯৯৯ জন |
০৫ |
০৫ |
|
|
৯,৯৯৪ জন |
০৬ |
০৬ |
|
|
৩,১৯৫ জন |
০৭ |
০৭ |
|
|
৩,৮০১ জন |
০৮ |
০৮ |
|
|
৮,৩২৭ জন |
০৯ |
০৯ |
|
|
৭,২১০ জন |
মানচিত্রে সলিয়াবাকপুর ইউনিয়ন
সলিয়াবাকপুরের খাল ও নদী
ইউনিয়নটির মধ্য দিয়ে অতিক্রম করেছে সন্ধ্যা
নদীর শাখা নদী ও অনেকগুলি খাল, যা ইউনিয়নের খেটে খাওয়া মানুষের পরিশ্রমী কৃষকের অনেকাংশে
উপকৃত হয়েছে । ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি খাল বয়ে গেছে সন্ধ্যা নদীর তীরে।
প্রাক্তন চেয়ারম্যানদের তালিকাঃ
ক্রঃ নং |
নাম |
পদবী |
হইতে |
পর্যন্ত |
০১ |
জনাব আলহাজ্ব সামশের আলী |
পঞ্চায়েত |
১৯৩১ |
১৯৩৪ |
০২ |
জনাব রজ্জব আলী মাষ্টার |
পঞ্চায়েত |
১৯৩৪ |
১৯৩৭ |
০৩ |
জনাব কাজী মোন্তাজ উদ্দীন |
পঞ্চায়েত |
১৯৩৭ |
১৯৪০ |
০৪ |
জনাব সৈয়দ আছমত আলী |
প্রেসিডেন্ট |
১৯৪০ |
১৯৪২ |
০৫ |
জনাব মৌলভী আ: খালেক মাষ্টার |
প্রেসিডেন্ট |
১৯৪২ |
১৯৬০ |
০৬ |
জনাব মৌলভী আ: খালেক মাষ্টার |
চেয়ারম্যান |
১৯৬০ |
১৯৬৬ |
০৭ |
জনাব আলহাজ্ব আ: মজিদ হাওলাদার |
চেয়ারম্যান |
১৯৬৬ |
১৯৭২ |
০৮ |
জনাব মৌলভী আ: খালেক মাষ্টার |
চেয়ারম্যান |
১৯৭২ |
১৯৭৮ |
০৯ |
জনাব আলহাজ্ব আ: মজিদ হাওলাদার |
চেয়ারম্যান |
১৯৭৯ |
১৯৮৩ |
১০ |
জনাব মতিউর রহমান মাষ্টার |
চেয়ারম্যান |
১৯৮৪ |
১৯৮৮ |
১১ |
জনাব আলহাজ্ব আ: মজিদ হাওলাদার |
চেয়ারম্যান |
১৯৮৮ |
১৯৯২ |
১২ |
জনাব আলহাজ্ব জগলুল ফারুক |
চেয়ারম্যান |
১৯৯২ |
১৯৯৭ |
১৩ |
জনাব মো: মজিবুর রহমান হাওলাদার |
চেয়ারম্যান |
১৯৯৭ |
২০০২ |
১৪ |
জনাব আলহাজ্ব আ: ছালেক হাওলাদার |
চেয়ারম্যান |
২০০২ |
২০১০ |
১৫ |
জনাব মোঃ জিয়াউল
হক মিন্টু |
চেয়ারম্যান |
২০১১ |
২০২০ |
বর্তমান চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান মাষ্টার।
No comments
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ আপনার মন্তব্য আমাদের জানান। এখানে আপনার মন্তব্য করুন